রফিকুল ইসলাম সাগর
১ম বন্ধু: কিরে তোর কী খবর ?
২য় বন্ধু: আমার খবর ভালো। কিন্তূ দেশের খবর তো ভালো না।
১ম বন্ধু: দেশে আবার নতুন কইরা কী হইলো।
২য়বন্ধু: নেতারা তো হরতাল দিছে।
১ম বন্ধু: এইটা তো ভালো খবর একটা দিন রাস্তায় যানজট থাকবো না। মর্জিনারে নিয়া শান্তিতে ডেটিং করতে পারমু।
২য় বন্ধু: আর যদি ঢিল মাইরা কেউ মাথা ফাটাইয়া দেয় ?
১ম বন্ধু: হরতালে তোর মাথা কী কোনদিন ফাটছে ? যেদিন ফাটবো সেদিন বলবি।
২য় বন্ধু: মাথা তো ফতে নাই কিন্তূ গত হরতালে ঢিল মারছিল।
১ম বন্ধু: তখন তুই দৌড় দেস নাই?
২য় বন্ধু: বাসের ভিতরে বইসা ছিলাম। ঢিল মাইরা বাসের গ্লাস ভাইঙ্গা দিছে। বহু কষ্টে জান নিয়া পালাইছি। আরেকটু হইলে আগুনে পুইরা মরতাম।
১ম বন্ধু: বাইচ্চা গেছো বন্ধু। এর পর থেইক্কা এরকম নমুনা দেখলে দৌড়ের উপর থাকবি।
২য় বন্ধু: বাসে যেই ভীর থাকে দৌড় দিমু কেমনে ?
১ম বন্ধু: আশে পাশে যেগুলা থাকবো কানের মধ্যে থাপ্পর দিবি।
২য় বন্ধু: না আমি চিন্তা করছি আগামী হরতালে হকস্টিক নিয়া বেড় হমু।
১ম বন্ধু: এই কম ভুলেও করিস না তাইলে পুলিশ মামুরা ছাত্রদল বলে ধরে নিয়ে যাবে।
২য় বন্ধু: তাইলে কী করা যায় বল তো ?
১ম বন্ধু: ছাত্রলীগে নাম লেখা তাইলে হরতালের সময় কোনো সমস্যা হইব না।
২য় বন্ধু: হ্যা ঠিক কথা ছাত্রলীগে নাম লেখাতে হইব। তাইলে হরতালে আলগা ইনকামো হইব।

No comments:
Post a Comment