শামসুল :রাইজিংবিডি ডট কম
Published:27 Apr 2014 12:55:29 AM Sunday || Updated:27 Apr 2014 09:25:27 PM Sunday
![]() |
রফিকুল ইসলাম সাগর |
ঢাকা, ২৭ এপ্রিল : বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে রাইজিংবিডি ডটকম আয়োজন করে ‘বাংলা নববর্ষে আমার স্মৃতি’ লেখা প্রতিযোগিতার। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা চারজন লেখককে দেওয়া হচ্ছে মোট ৪টি পুরস্কার।
বিচারকদের দৃষ্টিতে তৃতীয় পুরস্কার বিজয়ী হলেন, বনানীর মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম সাগর । ‘বৈশাখের প্রথম দিন ডাকাত হওয়ার স্মৃতি’ শিরোনামে তার লেখাটি ১৪ এপ্রিল রাইজিংবিডিতে প্রকাশিত হয়।
তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় দারুণ খুশি রফিকুল ইসলাম সাগর। তিনি জানান, তিনি ফান ম্যাগাজিনে লিখে থাকেন। মাঝে মাঝে জাতীয় দৈনিকেও লেখালেখি করে থাকেন।
পুরস্কার পাওয়ার অনুভুতি সম্পর্কে তিনি বলেন, ‘কোনো কিছু পাওয়ার অনুভুতি আমাকে খুবই আনন্দ দেয়। কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়ার আনন্দ সীমাহীন। অল্প কথায় তা বলে বোঝানো যাবে না। ওয়ালটন-রাইজিংবিডি বৈশাখের স্মৃতি লেখা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলাম কবে ফলাফল প্রকাশ করা হবে। অবশেষে যখন জানলাম এই প্রতিযোগিতায় আমি তৃতীয় হয়েছি, ওহ! সে কি আনন্দ। সেই মুহুর্তের অনুভূতি সারাজীবন আমার স্মৃতিতে থাকবে। প্রথম অথবা দ্বিতীয় হতে পারিনি- সেটা আমার কাছে বড় নয়। পুরস্কার পেলাম সেটাই কম কী। এ রকম আয়োজন আগামীতেও রাইজিংবিডির কাছে প্রত্যাশা করি। পাশাপাশি ওয়ালটনকেও অসংখ্য ধন্যবাদ।’
রাইজিংবিডি সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশে হাজারের মতো অনলাইন পত্রিকার ভিড়ে মান এবং পাঠক প্রিয়তার দিক বিবেচনা করে রাইজিংবিডি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিদিন আমি রাইজিংবিডি পড়ি। রাইজিংবিডির পথচলায় আমি সব সময় পাশে থাকতে চাই। রাইজিংবিডির জন্য অনেক অনেক শুভ কামনা।’
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টায় রাইজিংবিডি কার্যালয় ভবনের (প্রিন্টার্স বিল্ডিং) ১০ তলায় কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
রাইজিংবিডি/শামসুল/শাহনেওয়াজ

No comments:
Post a Comment