Sunday, May 10, 2015

ভারত থেকে প্রকাশিত ভ্রমন পত্রিকা


ভারত থেকে বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা অথবা ম্যাগাজিন গুলোতে ভ্রমন কাহিনী প্রকাশের স্টাইল আমার কাছে খুব ভালো লাগে। তারা বেড়ানোর পাতা ম্যাকাপ করে খুব যত্ন করে। আমার কাছে সত্যি অসাধারণ লাগে। তারা লেখার সাথে আকর্ষনীয় ছবি গুলো নির্বাচন করে এবং লেখার সাথে ছবি থাকে বড় বড়। লেখা কম ছবি বেশি। যা আমাকে খুব আকর্ষণ করে। এছাড়া তারা লেখার শেষে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি জুড়ে দেয়। যা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। 
-------রফিকুল ইসলাম সাগর

ভারত থেকে প্রকাশিত ক'টি বাংলা পত্রিকা ও ম্যাগাজিনের লিঙ্ক:

No comments:

Post a Comment