দিন-তারিখ ঠিক মনে নেই। আমি ছিলাম তখন যুগান্তর স্বজন সমাবেশ গুলশানের সাধারণ সম্পাদক। নটর ডেম কলেজে সেদিন অনুষ্ঠিত হয়েছিল যুগান্তর স্বজন মহাসমাবেশ। কবি ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা যারা স্বজন সমাবেশ ঢাকায় কমিটিগুলোর সঙ্গে জড়িত ছিলাম মহাসমাবেশ অনুষ্ঠানে আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হয়েছে। সেই সুবাদে প্রিয় কবির খুব কাছে যাওয়ার সুযোগ পাই। সুযোগ হয় তার সঙ্গে কথা বলার। কবি তখন খুব অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারছিলেন না। হাঁটতেও সমস্যা হচ্ছিল। আমি খুব ছোট মানুষ একটু-আকটু লেখালেখি করি। সেই সময়ে এতবড় একজন কবির সান্নিধ্য আমার জন্য বিশাল পাওয়া, সারা জীবন মনে রাখার মতো, গর্ব করার মতো স্মৃতি। তার দেয়া কিছু উপদেশ আমার সারা জীবনের সম্পদ।
ছবিতে অনুষ্ঠান শেষে কবিকে তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার সময়-

No comments:
Post a Comment