রফিকুল ইসলাম সাগর
দিনে দিনে ঢাকায় মানুষের চাপ বাড়ছে। বলা যায়, ঢাকা মানুষ বাসের অনুপযোগী হয়ে পড়ছে। মানুষের ভিড়ে রাস্তায় হাঁটাচলা করা যায় না। বাসে মানুষের চাপাচাপিতে ঠিকমতো দাঁড়ানো যায় না। তার পরও আমাদের ঢাকায় থাকতে হবে, ঢাকায় আসতে হবে। ঢাকায় যে টাকা ওড়ে! বর্তমানে ঢাকায় যে হারে মানুষ, সে অনুযায়ী বাড়ি কম। আর এ কারণেই বাড়িওয়ালারা দিন দিন বাড়িভাড়া বৃদ্ধি করে যাচ্ছে। থাকলে থাকেন, না থাকলে নেই, ভাড়াটিয়ার অভাব নেই। বাড়িওয়ালারাই বা করবে কী- দিন দিন দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ভাড়া না বাড়িয়ে উপায় নেই। আগে যেই বাড়িটি নির্মাণ করা যেত ১০ লাখ টাকায়, এখন সেই বাড়িটি নির্মাণ করতে লাগে ৭০ লাখ। ঢাকায় যেখানে জায়গার দাম ছিল ১০ লাখ, এখন সেই জায়গার দাম এক কোটি টাকা। ভাড়াটিয়ারা যখন বাড়িতে থাকে তখন গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল তাকেই বহন করতে হয়। দিনে দিনে এসব বিলও বেড়েছে। তাই ভাড়া আরো বেড়ে যাচ্ছে। এ ছাড়া ময়লা ফেলানো ও দারোয়ান বিল তো আছেই। এখন ঢাকায় থাকাটা একধরনের প্রতিযোগিতা; তাই যে বেশি বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারবে, সেই ঢাকায় থাকার যোগ্য। সেই সুযোগের সদ্ব্যবহার করছে বাড়ির মালিকরা।
বাড়িভাড়া বৃদ্ধিতে লাগাম দেওয়ার একমাত্র উপায় ঢাকা থেকে মানুষের চাপ কমানো। গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে হবে। ঢাকায় যদি মানুষ কম হয়, বাড়ি নিয়ে যদি মানুষের প্রতিযোগিতা না থাকে, তাহলে অবশ্যই বাড়িভাড়া কমবে। তবে এ কাজটি সম্ভব না অসম্ভব, আমার জানা নেই। এ ছাড়া দ্রব্যমূল্যে লাগাম দেওয়াটা জরুরি। বর্তমানে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে। মানুষের আয় বেশি হলে দ্রব্যমূল্য বৃদ্ধি কোনো সমস্যা নয়। কিন্তু আয় তো কম। যে কৃষক উৎপাদন করছে তাকে দেওয়া হচ্ছে নামমাত্র মূল্য; কিন্তু আমরা কিনছি আকাশছোঁয়া দামে।
মঙ্গলবার ২৪ জুলাই ২০১২ প্রকাশিত
বাড়িভাড়া বৃদ্ধিতে লাগাম দেওয়ার একমাত্র উপায় ঢাকা থেকে মানুষের চাপ কমানো। গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে হবে। ঢাকায় যদি মানুষ কম হয়, বাড়ি নিয়ে যদি মানুষের প্রতিযোগিতা না থাকে, তাহলে অবশ্যই বাড়িভাড়া কমবে। তবে এ কাজটি সম্ভব না অসম্ভব, আমার জানা নেই। এ ছাড়া দ্রব্যমূল্যে লাগাম দেওয়াটা জরুরি। বর্তমানে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে। মানুষের আয় বেশি হলে দ্রব্যমূল্য বৃদ্ধি কোনো সমস্যা নয়। কিন্তু আয় তো কম। যে কৃষক উৎপাদন করছে তাকে দেওয়া হচ্ছে নামমাত্র মূল্য; কিন্তু আমরা কিনছি আকাশছোঁয়া দামে।
মঙ্গলবার ২৪ জুলাই ২০১২ প্রকাশিত

No comments:
Post a Comment