Tuesday, June 9, 2015

তখন আপনি কী করবেন?

রফিকুল ইসলাম সাগর 

  • প্রেমিকার সাথে নতুন দেখা। রিক্সাওয়ালার সাথে ২০টাকা ভাড়া ঠিক করে চলে গেলেন রমনা পার্ক, যাওয়ার পর রিক্সাওয়ালা বলে বসল, ভাড়া ৩০০ টাকা তখন আপনি কী করবেন?
  • বাসে করে নিজ গৌন্তব্যে যাওয়ার পথে কন্ডাক্টর বলল, ভাড়া দেন: অথচ আপনি আগেই ভাড়া দিয়েছেন। কন্ডাক্টরকে বললেন, আমি ভাড়া দিয়েছি। তখন সে বলল, ঐ মিয়া আপনি কখন ভাড়া দিছেন? আমার মনে আছে আপনি ভাড়া দেন নাই। তখন আপনি কী করবেন?
  • আপনি নিয়মিত বাজারে যান না, আপনার আব্বাজান আপনার হাতে টাকা তুলে দিয়ে বলল, যা বাজার করে নিয়ে আয়। বাজার থেকে ফিরে এসে আব্বাজানকে হিসেব দিচ্ছেন তখন জানতে পারলেন সব জিনিস আপনি বেশি দাম দিয়ে কিনে এনেছেন। কিন্তু আপনার আব্বাজান বলছে, তুই এখান থেকে টাকা মেরে দিয়েছিস। ওদিকে আম্মাজান বলছে, পঁচা মাছ ফেরৎ দিয়ে আয়। তখন আপনি কী করবেন?
  • গুলিস্তান গিয়েছেন। এক শার্ট বিক্রেতা হকার আপনাকে ডেকে বললো, ভাই শার্টটা পইরা দেখেন। পরলেই কিনতে হইব না, শার্টটা পড়ে দেখার পর দাম জিজ্ঞাসা করলেন। সে বললো, ৫০ টাকা। আপনি রাজি হয়ে প্যাকেট করে দিতে বললেন। ৫০ টাকা দেয়ার পর বিক্রেতা বললো, ঐ মিয়া ৫০ টাকা দেন কেন? আমি বলছি, ৫৫০ টাকা। তখন আপনি কী করবেন?
  • ঠাট্টায় পাঠানো আপনার শত শত লেখার একটিও ছাপা হয়না। অবশেষে আপনি রাগে দুঃখে পাঠালেন একটি নকল লেখা। সেই লেখাটি ছাপা হলো আপনার ছবি সহ। তখন আপনি কী করবেন?


২৯ এপ্রিল ২০১২, দৈনিক ইত্তেফাকের ফান ম্যাগাজিন ঠাট্টায় প্রকাশিত।

No comments:

Post a Comment