Saturday, June 13, 2015

জামালদের ভবিষ্যত কী

রফিকুল ইসলাম সাগর
প্রতিদিন চা খেতে বাড়ির পাশে জামালের চায়ের দোকানে যাইI জামালের বয়স ১২I এই বয়সে তার স্কুলে যাওয়ার কথা কিন্তূ সে চায়ের দোকানে চা বিক্রি করে I প্রায় চার-পাচ বছর হলো জামালকে এই চায়ের দোকানে দেখছি I দারিদ্যের কারণে জামাল স্কুলে যায় নাI তার বাবার বয়স ৬৫ বছরI তিনি কিছু করতেও পারবে না, তাই জামালকে বসিয়ে দিয়েছে চায়ের দোকানেI আমাদের দেশে এরকম লাখ লাখ জামাল আছে- কেউ চায়ের দোকানে চা-সিগারেট বিক্রি করছে, কেউ গাড়ির গেরেজে কাজ করছে, কেউ পত্রিকা বিক্রি করছে, আবার কেউ ভিক্ষা করছেI তাদের ভবিষ্যত কীI এক পথ শিশুকে প্রশ্ন করেছিলাম বড় হয়ে তুমি কী হতে চাও? সে আমাকে বলেছিল, আমি বড় হয়ে রিক্সা চালামুI কী দারুন উত্তর! সে একজন ভবিষ্যতের রিক্সা চালকI এসব শিশুরা শিক্ষার আলো দেখতে পায় নাI স্কুলে যাওয়ার সময় নেই ওদেরI স্কুলে গেলে খাবেই বা কীI ওদের সহযোগিতা করার কী কেউ নেই?

দৈনিক সমকালে প্রকাশিত।

No comments:

Post a Comment