রফিকুল ইসলাম সাগর
ডায়লগ : এখানে পাচ লাখ টাকা আছে, নিয়ে আমার মেয়ের জীবন থেকে চলে যা।
উত্তর : চৌধুরী সাহেব এখনকার যুগে পাচ লাখ টাকায় কিছু হয়না, পাচ কোটি হলে ভেবে দেখতাম।
ডায়লগ : আমার বাড়ীর বাথরুমের টাইলসের দাম কত জানিস? গিয়ে দেখে নে যা।
উত্তর : মতিন সাহেব আমি বাথরুমে গিয়েছি বলে আপনি বাথরুমের লাইট নিভিয়ে দিয়েছেন। কিন্তু আপনি জানেন না আমার মোবাইলেও লাইট আছে, সেই লাইট দিয়ে আমি আপনার বাথরুমের টাইলস দেখেছি। যেদিন আমি এরকম টাইলস আমার বাড়ীর বাথরুমে লাগাতে পারব, সেদিন এসে আপনার মেয়েকে নিয়ে যাবো।
ডায়লগ : বস দেখেন কী সুন্দর একটা মাইয়া যাইতাছে, গিয়া তুইল্লা নিয়া আসি?
উত্তর : নাহ: দেশে ইভটিজিং নিয়ে তোলপাড় চলতেছে। মামুর হাতে ধরা পড়ে গেলে সাত বছর জেল খাটতে হবে।
ডায়লগ : ছেড়ে দে শয়তান! তোর্ ঘরে কি মা-বোন্ নেই?
উত্তর : মা বোন্ আছে, তবে প্রেমিকা নেই। তুমি আমার প্রেমিকা হইবা?
ডায়লগ : বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। চল আমরা পালিয়ে যাই।
উত্তর : আমি খোঁজখবর নিয়ে দেখলাম তোমার বাবার কোম্পানির টাকা সব লোনে নেয়া। সুতরাং তোমার মতো ফকিরনির লগে আমি পালাইতে পারমু না।
ডায়লগ : আমি তোমার জন্য কদম পার্কে অপেক্ষা করব। মর্জিনা তুমি আসবে তো?
উত্তর : সিএনজি ভাড়া দিয়ে দাও ঠিকই চলে আসব। দেরি হলে ফোন করে জানাব। মোবাইলে টাকা পাঠিয়ে দিও।
১৬ মে ২০১২, দৈনিক নয়া দিগন্তের ফান ম্যাগাজিন থেরাপিতে প্রকাশিত।

No comments:
Post a Comment