Thursday, June 18, 2015

আমার লুঙ্গি কই


  • রফিকুল ইসলাম সাগর 


প্রায় পাচ বছর আগে দশ জন বন্ধু মিলে এক বন্ধুর গ্রামের বাড়ী ব্রাক্ষণবাড়িয়া গিয়েছিলাম। রাতে ঘুমানো নিয়ে সবাই খুব চিন্তিত। শীতের দিন। একটি মাত্র কম্বল দেখতে পেলাম। দশজন এক কম্বলে ঘুমাব কী করে। সবাই মিলে এর জন্য দায়ী মূল নায়ক যে তাকে গালাগাল শুরু করলাম। বন্ধু সব আগে থেকেই জানতো। আগে বললে আমরা কেউ আসতাম না তাই সে বলেনি। যাই হোক, এতগুলো বন্ধু একসাথে এই আনন্দের চেয়ে ঘুমানোর আনন্দটা বেশি না। সবাই মিলে কার্ড খেলে রাত পার করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কার্ড খেলে সারারাত পার করা সম্ভব হলো না, ঘুম চলে এলো। কোনো রকমে চাপাচাপি করে সবাই শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে একজন আরেকজনের শরীরের উপর পা তুলে দেয় আবার হাত তুলে দেয়। কেউ আবার জড়িয়ে ধরে। আমরা তিনজন বাদে বাকি সবাই গভীর ঘুমে। ভাবলাম কী করা যায়। এভাবে তো ঘুম আসবে না। বুদ্ধি করে বিছানার তোষক ও চাদর সরিয়ে মাটিতে নামিয়ে আমরা তিনজন আলাদাভাবে শোয়ার ব্যবস্থা করলাম। সাথে কায়দা করে তিন বন্ধুর লুঙ্গি খুলে নিয়ে এলাম গায়ে দেওয়ার জন্য। যাক এবার কোনো রকমে রাত পার করা যাবে। সকাল হতেই চিত্কার--আমার লুঙ্গি কই? সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই ননস্টপ হাসি। 


​৩ জুন ২০১২, দৈনিক ইত্তেফাকের ফান ম্যাগাজিন ঠাট্টায় প্রকাশিত।

No comments:

Post a Comment