Monday, June 22, 2015

দুই নায়ক এক নায়িকা


  • রফিকুল ইসলাম সাগর 

প্রেমিক : গত রাতে তোমার মোবাইল বিজি ছিল কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমি ঘুমাতে পারি না।
প্রেমিকা : কই না তো! আমি তো তোমার ফোনের অপেক্ষায় সারারাত জেগেছিলাম। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম ছিল।
প্রেমিক : মিথ্যা কথা বলবে না। মফিজ আর তোমার দুজনের মোবাইল একসাথে বিজি পেয়েছি। আমি জানি তুমি মফিজের সাথে কথা বলছিলে। 
প্রেমিকা : জানু, বিশ্বাস করো। আমি মফিজ ভাইয়ের সাথে আগে কথা বলতাম, এখন শুধু তোমার সাথে কথা বলি। মফিজ ভাই আমার এ নাম্বার জানেই না। 
(একথা বলার পরপরই প্রেমিকার মোবাইলে ফোন এলো।)

প্রেমিক : দেখি, দেখি কার নাম্বার। মফিজ না তোমার এ নাম্বার জানে না। এখন তো মফিজই ফোন করেছিল। যাও তোমার সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি চললাম।
প্রেমিকা : (প্রেমিক চলে যাওয়ার পর) ভালোই হলো। এখন আমি মফিজ ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করতে পারবো। 
 
​সাপ্তাহিক এখনে প্রকাশিত 

No comments:

Post a Comment