Saturday, June 27, 2015

বউয়ের পিটুনি

  • রফিকুল ইসলাম সাগর 
বড় আপার বাসায় যাবো। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। প্রচন্ড রোদ পড়েছে। দাড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো রিকশাওয়ালা যেতে রাজি হচ্ছে না। কোনো কোনো রিকশাওয়ালা আবার ভাড়া বেশি চাচ্ছে। উপায় না পেয়ে এবার হাটা শুরু করলাম। অনেক কষ্টে বাসস্ট্যান্ড পর্যন্ত গেলাম। বাসে ওঠার পর এক ভদ্রলোকের সাথে সামান্য ধাক্কা লাগল। ওমনি আমাকে বলল, ওই মিয়া ধাক্কা দেন কেন? আমি বললাম ভাই sorry, ভিড়ের মধ্যে বুঝতে পারিনি। রেগে গিয়ে সে বলল sorry বললেই সব শেষ হয় নাকি। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ দাড়িয়ে রইলাম। সেই লোকটি একা একা বকবক করছেই। মনে মনে প্রার্থনা করছিলাম আল্লাহ তার সাথে যেন আমার জীবনে আর কোনো দিন দেখা না হয়। তার বকবক থামছে না। পাশে দাড়িয়ে শুনতে হচ্ছে, মেজাজটা প্রচন্ড রকম খারাপ হচ্ছিল। বললাম, এই আপনি এবার চুপ করবেন? আর তক্ষনি আমার পাশের ভদ্রলোক তাকে বলে উঠলেন, ভাই আপনার সমস্যা কোথায়? সকাল সকাল কি বউয়ের পিটুনি খেয়ে বাসা থেকে বের হয়েছেন? তা না হলে এমন করছেন কেন? এ কথা শোনার সাথে সাথে আমি আমার মুখের হাসি বন্ধ করে রাখতে পারলাম না। সাথে সাথে লোকটি লজ্জায় বাস থেকে নেমে পড়লেন। 

২০১০ সালে দৈনিক নয়া দিগন্তের ফান ম্যাগাজিন থেরাপিতে প্রকাশিত।

No comments:

Post a Comment