Friday, December 25, 2015

মানুষ মানুষের জন্য

রফিকুল ইসলাম সাগর
‘মানুষ মানুষের জন্য’ এটা শুধু কথায়। কিন্তু কাজেও তা প্রমাণ করতে হবে। আমরা আর কিছু না পারলেও একজন আরেকজনকে খুব ভালোভাবে জ্ঞান দিতে জানি। পাশের বাড়ির মানুষটি যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা তাকে অনেক বড় বড় কথা বলি কিন্তু সমাধান কেউই করি না। আমাদের নিকট আত্মীয় যদি না খেয়ে থাকে আমরা তাকে জ্ঞানের কথা বলি; কখনো তার বাসায় চাল-ডাল নিয়ে যাই না। নিজ থেকে আমরা জামেলায় জড়াতে চাই না। নিজের মানিব্যাগ ফুলানোই আমাদের মুখ্য উদ্দেশ্য। তবে কেন এত বড় কথা ‘মানুষ মানুষের জন্য’? একজন যদি অপরজনের বিপদে এগিয়ে আসত তাহলে কোনো মানুষ সহজে বিপদে নিপতিত হয়ে থাকতে হতো না। কেউ না খেয়ে থাকত না। আমাদের মূল সমস্যা হচ্ছে, আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। একটা মানুষ যখন ভালো কিছু করে তখন আমাদের মধ্যে হিংসা কাজ করে। তাই কেউই কিছু করতে পারি না। এ স্বভাব পরিবর্তন করতে হবে। সবারই উচিত একজনের সমস্যায় জ্ঞান না না দিয়ে সঠিক সমাধানের উপায় বের করে দেয়া। 

সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত 

No comments:

Post a Comment