রফিকুল ইসলাম সাগর
মজনু ভাই, মহল্লার অতি পরিচত বড় ভাই I মুরুব্বিদির চোখে তিনি খারাপ হলেও তরুণ পোলাপানদের কাছে তিনি অতি জনপ্রিয় I স্কুল-কলেজের ছুটির সময় তাকে নিয়মিত গেটের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায় I শুধূ স্কুল-কলেজ না বিকেলে অথবা রাতে তাকে গার্মেন্টসের গেটের সামনেও দাড়িয়ে থাকতে দেখা যায় I বয়স চল্লিশ পাড় হয়ে গেলেও মজনু ভাইয়ের জীবনে এখনো কোনও প্রেমিকা আসেনি I শত শত মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেও উত্তরে না শুনতে হয়েছে প্রতিবার I ক'দিন আগে এক গার্মেন্টসের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সবার সামনে তার গালে থাপ্পর দিয়েছিল সেই মেয়ে I শুধূ তাই নয় এর পর তার পিছনে ঘুর ঘুর করলে জুতা পেটা করবেন বলে জানিয়েছিলেন I এক ছোট ভাই বললো মজনু ভাই আপনাকে এত বড় অপমান এর একটা বিচার চাই আপনার দুঃখে আমরা তরুণ সমাজ দুঃখিত I মজনু ভাই বললো যাকে ভালোবাসা যায় তার উপর কোনও প্রতিশোধ নেয়া যায় না I সে আমাকে ভালবাসেনা তো কী তার থাপ্পর-জুতার বারি এগুলো স্মৃতি হয়ে থাকবে I
ইদানিং মজনু ভাই স্কুল-কলেজের ও গার্মেন্সের গেটের সামনে দাড়িয়ে থাকেন না গলির মোড়ে বসে মোবাইলে গান শুনেন তুই যদি আমার হইতি রে.....I মহল্লার মুরুব্বিরা তার গলির মোড়ে বসে গান শুনা নিয়ে অভিযোগ করলেও তিনি এই সব পাত্তা দেন না I নিজে প্রেম করতে না পারলেও পোলাপানগো প্রেমের শিক্ষা দেন I তার শিক্ষায় কেউ কেউ প্রেম করতে পারলেও কেউ কেউ আবার থাপ্পর জুতা পেটা খুব সুন্দর করেই খায় I মজনু ভাই সিদ্ধান্ত নিলেন একটি কোচিং সেন্টার খুলবেন 'প্রেম শিক্ষা কোচিং সেন্টার' I সিধান্ত অনুযায়ী খুলে বসলেন প্রেম শিক্ষা কোচিং সেন্টার I সাইন বোর্ডে প্রেম শিক্ষা কোচিং সেন্টারের নিচে ছোট করে লিখলেন এখানে যত্ন সহকারে প্রেম শিক্ষা দেয়া হয় I দলে দলে তার কোচিং সেন্টারে ছাত্র এসে ভর্তি হতে শুরু হলো I মজনু ভাই মহা আনন্দিত এমন চলতে থাকলে রাতা রাতি ধনী I এক মাস পর তার প্রেম শিক্ষা কোচিং সেন্টার নারী উত্তেক্ত কারীদের শিক্ষা কোচিং সেন্টার নামে পরিনত হলো I থানায় অসংখ নারীর অভিযোগ প্রেম শিক্ষা কোচিং সেন্টারের ছাত্ররা নারীদের উত্তেক্ত করে I অবশেষে পুলিশ এলো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলো মজনু ভাই I বন্ধ হয়ে গেলো প্রেম শিক্ষা কোচিং সেন্টারI
মজনু ভাই, মহল্লার অতি পরিচত বড় ভাই I মুরুব্বিদির চোখে তিনি খারাপ হলেও তরুণ পোলাপানদের কাছে তিনি অতি জনপ্রিয় I স্কুল-কলেজের ছুটির সময় তাকে নিয়মিত গেটের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায় I শুধূ স্কুল-কলেজ না বিকেলে অথবা রাতে তাকে গার্মেন্টসের গেটের সামনেও দাড়িয়ে থাকতে দেখা যায় I বয়স চল্লিশ পাড় হয়ে গেলেও মজনু ভাইয়ের জীবনে এখনো কোনও প্রেমিকা আসেনি I শত শত মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেও উত্তরে না শুনতে হয়েছে প্রতিবার I ক'দিন আগে এক গার্মেন্টসের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সবার সামনে তার গালে থাপ্পর দিয়েছিল সেই মেয়ে I শুধূ তাই নয় এর পর তার পিছনে ঘুর ঘুর করলে জুতা পেটা করবেন বলে জানিয়েছিলেন I এক ছোট ভাই বললো মজনু ভাই আপনাকে এত বড় অপমান এর একটা বিচার চাই আপনার দুঃখে আমরা তরুণ সমাজ দুঃখিত I মজনু ভাই বললো যাকে ভালোবাসা যায় তার উপর কোনও প্রতিশোধ নেয়া যায় না I সে আমাকে ভালবাসেনা তো কী তার থাপ্পর-জুতার বারি এগুলো স্মৃতি হয়ে থাকবে I
ইদানিং মজনু ভাই স্কুল-কলেজের ও গার্মেন্সের গেটের সামনে দাড়িয়ে থাকেন না গলির মোড়ে বসে মোবাইলে গান শুনেন তুই যদি আমার হইতি রে.....I মহল্লার মুরুব্বিরা তার গলির মোড়ে বসে গান শুনা নিয়ে অভিযোগ করলেও তিনি এই সব পাত্তা দেন না I নিজে প্রেম করতে না পারলেও পোলাপানগো প্রেমের শিক্ষা দেন I তার শিক্ষায় কেউ কেউ প্রেম করতে পারলেও কেউ কেউ আবার থাপ্পর জুতা পেটা খুব সুন্দর করেই খায় I মজনু ভাই সিদ্ধান্ত নিলেন একটি কোচিং সেন্টার খুলবেন 'প্রেম শিক্ষা কোচিং সেন্টার' I সিধান্ত অনুযায়ী খুলে বসলেন প্রেম শিক্ষা কোচিং সেন্টার I সাইন বোর্ডে প্রেম শিক্ষা কোচিং সেন্টারের নিচে ছোট করে লিখলেন এখানে যত্ন সহকারে প্রেম শিক্ষা দেয়া হয় I দলে দলে তার কোচিং সেন্টারে ছাত্র এসে ভর্তি হতে শুরু হলো I মজনু ভাই মহা আনন্দিত এমন চলতে থাকলে রাতা রাতি ধনী I এক মাস পর তার প্রেম শিক্ষা কোচিং সেন্টার নারী উত্তেক্ত কারীদের শিক্ষা কোচিং সেন্টার নামে পরিনত হলো I থানায় অসংখ নারীর অভিযোগ প্রেম শিক্ষা কোচিং সেন্টারের ছাত্ররা নারীদের উত্তেক্ত করে I অবশেষে পুলিশ এলো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলো মজনু ভাই I বন্ধ হয়ে গেলো প্রেম শিক্ষা কোচিং সেন্টারI

No comments:
Post a Comment