Sunday, May 13, 2012

দূর পাহাড়ের চূড়ায় - মালয়েশিয়া

রফিকুল ইসলাম সাগর 

মালয়েশিয়া সম্পর্কে কিছু লিখতে গেলেই প্রথমে পাহাড়ের কথা চলে আশে । যেদিকে যাই আর যেখানে তাকাই শুধূ পাহাড় আর পাহাড় । মালয়েশিয়া দেশটার মূল আকর্ষণ হলো পাহাড় । প্রাকীতিক সৌন্দের্যের স্বাদ পেতে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন । উচু নিচু সড়ক । প্রথম যখন মালয়েশিয়া এসেছিলাম জেনেছিলাম পাহাড় ধ্বংশ করে প্রায় সব সড়ক নির্মান করা হয়েছে । চলন্ত অবস্থায় গাড়ি কখনো উঠে যায় উচুতে আবার কখনো নেমে যায় নিচুতে । কুয়ালালামপুরের মূল শহর 'কে এল সি সি' থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার দুরে একটি জায়গার নাম লুক আউট পয়েন্ট । আমার খুব প্রিয় একটি জায়গা । প্রায় সময় রাতের বেলা সেখানে যাই, আড্ডা জমাই । লুক আউট পয়েন্ট জায়গাটিতে সবাই মূলত রাতের বেলায় যায় । সম্পূর্ণ এলাকা উচু পাহাড়ের উপর যেখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর ভাবে দেখা যায় । ক'দিন আগে এক সন্ধায় গিয়েছিলাম সেখানে । তখন ঘড়ির কাটায় ৭টার মতো বাজে । মালয়েশিয়ায় সন্ধা হতে হতে ৮টা বেজে যায় । একটি টেক্সী ক্যাবে করে যাত্রা করলাম । কিছুদুর যাওয়ার পর আসতে আসতে করে টেক্সীটি উচুতে উঠতে থাকে । সড়কের দু'পাশেই পাহাড় ও গাছ গাছালি । অনেকটা উচুতে যাওয়ার পর লুক আউট পয়েন্টের মূল গেটের সামনে টেক্সী ক্যাব থামল । ভিতরে প্রবেশ করলাম । আকা-বাকা সিড়ি বেয়ে আরও উপরের দিকে উঠি । শেষ পর্যন্ত গিয়ে হাপিয়ে উঠেছিলাম । উপরে আছে কিছু খাবার রেস্টুরেন্ট । সেখানকার খাবার গুলো খুবই স্বুসাদু । এছাড়া প্রায় তিন তলা উচু সমান একটি কাঠের টাওয়ার আছে । সিড়ি বেয়ে টাওয়ারের সর্বোচ্চ উচুতে গিয়ে দাড়ালাম । এর থেকে আর বেশি উচুতে যাওয়ার কোনও সুযোগ নেই । কুয়ালালামপুরের সব চেয়ে উচু জায়গা লুক আউট পয়েন্ট যেখান থেকে মেঘ ছুয়া যায়না কিন্তূ মেঘের কিছুটা কাছে যাওয়া যায় । উপরে উঠে দাড়ানোর পর প্রচন্ড বাতাস বইছিল । বাতাস যেন খুব কাছ থেকে আমাকে আঘাত করছে । ঘুড়ির মতো আমাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল । পুরো শহরটাকে খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলাম । চারিদিকে অন্ধকার নেমে আসার পর আরও সুন্দর দেখাচ্ছিল । প্রতিটি ঘরে বাতি জ্বলেছে । যতদুর চোখ যায় সব দিকে শুধূ আলো আর আলো দেখা যাচ্ছিল । রাস্তার বাতির আলো, গাড়ির হেড লাইটের আলো । 

১২ মে ২০১২ দৈনিক যুগান্তর - এর পরবাস পাতায় প্রকাশিত 

No comments:

Post a Comment