Wednesday, April 22, 2015

সোনার বাংলাদেশ


-রফিকুল ইসলাম সাগর 
আমার দেশ সকল দেশের চেয়ে সেরা। আমরা অনেকে বলে থাকি বাংলাদেশ ভালো না। এছাড়া বিদেশি দেশের প্রশংসা করি। কেউ কেউ মনে করেন বাংলাদেশে জন্ম না হয়ে বিদেশের কোনো দেশে জন্ম হলে ভালো হতো। যাদের এমন মন-মানসিকতা তাদের মধ্যে কত জন দেশ ছেড়ে বিদেশ গিয়ে যাচাই করেছেন যে, নিজের দেশের চেয়ে বিদেশ ভালো? যদি যাচাই করতে যান তাহলে কোনো না কোনো দিন কোনো কোনো ক্ষেত্রে আপনাকে বলতেই হবে বাংলাদেশই ভালো। আমরা আমাদের দেশের মানুষেরা বিদেশি দেশগুলো নিয়ে যেভাবে ভাবি সেই ভাবনাটা যদি নিজের দেশের জন্য কাজে লাগাই তাহলে অনেক কিছুই করা সম্ভব। কিন্তু তা সম্ভব নয় কারণ, আমরা সবাই বিদেশে যেতে চাই, ডলার আয় করতে চাই। সমস্যা সব দেশেই থাকে। কোনো দেশে কম কোনো দেশে বেশি। সমস্যা সমাধান না করে পালিয়ে গেলে সমস্যা আরও বাড়ে। আমরা দেশের মানুষ চাইলে দেশটাকে নিজের মতো করে গড়তে পারি। কিন্তু তা আমরা করব না। আমরা চাই নিজের উন্নতি, দেশের উন্নয়ন না। আমরা অনেকে অনেক নীতিকথা বলি। দুর্নীতির জন্য দুর্নীতিবাজকে গালাগাল দেই। কিন্তু আজ আমাকে যদি সেই একই আসনে বসানো হয় তাহলে আমি ঠিকই সব নীতিকথা ভুলে দুর্নীতিবাজ হয়ে যাব। আমরা এমনই। আমরা বাংলাদেশের মানুষেরা কাজকে সম্মান করতে জানি না, তাই আমাদের কর্মসংস্থানের অভাব। যারা প্রবাসী শুধু তারাই বলতে পারবে, সেখানে তাদের কত কঠিন পরিশ্রম করতে হয়। কত দুঃখ-যন্ত্রণা বুকে চাপা রেখে দিনযাপন করতে হয়। দেশের মানুষগুলোর ধারণা বিদেশ মানেই আনন্দ আর রাজকীয় জীবন-যাপন সঙ্গে বস্তা বস্তা টাকা। এ রকম কঠিন পরিশ্রম বাংলাদেশে থেকে করলে আয়ের পরিমাণ সমান না হলেও খুব একটা ব্যবধান হবে না।
খুব বেশি দেশে আমি যাইনি। চার-পাঁচটা দেশ ভ্রমণ করেছি। ছোটবেলা থেকে একটা কথা জেনে এসেছি, বাংলাদেশ সোনার বাংলাদেশ। আমার মনে প্রশ্ন জাগত, সোনার বাংলাদেশ কীভাবে? নিজ দেশ ছেড়ে অন্য দেশ ভ্রমণ করে আমি এই প্রশ্নের উত্তর পেয়েছি। বিদেশি দেশগুলোতে মানুষের জীবন-যাপন রোবটের মতো। আমাদের মতো স্বজনদের জন্য তাদের মায়া নেই। আমাদের দেশের আবহাওয়া, মাটি, নদী, ঐতিহ্য সবকিছু মিলিয়ে বলতেই হয়- বাংলাদেশ আসলেই সোনার বাংলাদেশ।


সাপ্তাহিক ম্যাগাজিন ''দেশের জন্য ভালোবাসা'' সংখ্যায় প্রকাশিত

No comments:

Post a Comment