রফিকুল ইসলাম সাগর
কাই তাক বিমানবন্দর-হংকং
কাই তাক হংকংয়ের একটি অতি পরিচিত বিমানবন্দর। এ বিমানবন্দরটি নির্মাণ করার আগে এখানে উড়োজাহাজ অবতরণ অনেকে নাটকীয় বলে মনে করেছিলেন। নাটকীয় মনে করলেও অবশেষে এখানে বিমান অবতরণ করা সম্ভব হয়। কাই তাক নামটা চীনের একটি প্রাচীন নাম। এ বিমানবন্দরটি মূলত হংকংয়ের একটি দ্বীপে। ১৯২২ সালে দুজন ব্যবসায়ী কাই তাক বিমানবন্দর নির্মাণ করার চিন্তা করেন। পরবর্তীতে কিছু বিনিয়োগ প্রতিষ্ঠান ও সরকারি উদ্যোগে জায়গা বরাদ্দ করা হয়। ১৯২৪ সালে প্রথমে সেখানে একটি বিমান প্রশিক্ষণ স্কুল চালু করা হয়। ১৯৩৬ সালে প্রথম এখানে যাত্রীবাহী বিমান অবতরণ করে।
প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর- নেদারল্যান্ডস
সন্ত মার্টিন নামক দ্বীপে প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। ১৯৪২ সালে সামরিক বিমানবন্দর হিসেবে প্রথম যাত্রা শুরু হয়। ১৯৪৩ সালে বেসামরিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৪ সালে একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়। ১৯৮৫ এবং তারপর ২০০১ সালে পুনরায় সংস্কার করা হয়।
মাদেইরা বিমানবন্দর- সান্তা ক্যাটেরিনা, পর্তুগাল
মাদেইরা সান্তাক্রুজে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। পর্তুগালের বিশপের অধীন গির্জার পূর্ব-উত্তর-পূর্ব দিকে দ্বীপের পাশে এ বিমানবন্দরটি। উচ্চ পর্বত এবং মহাসাগরের মধ্যে বিমানবন্দরের পরিবেষ্টন নির্মাণ করা হয়। বিমান চালকের এমনকি সর্বাপেক্ষা অভিজ্ঞদের জন্য এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে মাদেইরা বিমানবন্দর বিশ্বের নবম সর্বাপেক্ষা বিপজ্জনক বিমানবন্দর হিসেবে চিহ্নিত। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরের পর ইউরোপে দ্বিতীয় সর্বাপেক্ষা বিপজ্জনক বিমানবন্দর। মাদেইরা বিমানবন্দর ১৮ জুলাই ১৯৬৪ সালে সরকারিভাবে চালু করা হয়েছিল। সর্বপ্রথম ৮০ জন যাত্রী নিয়ে এ বিমানবন্দরে একটি বিমান সফলভাবে অবতরণ করে। বিমানবন্দর চালু হওয়ার পর থেকে সেখানে পর্যটক আসতে শুরু করে। ২০০০ সালের প্রথম দিকে বিমানবন্দরটির পুনরায় সংস্কার কাজ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর সবার জন্য উন্মুক্ত করা হয়। ততদিন বিমান চলাচল বন্ধ ছিল।
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে গাড়ি এবং উড়োজাহাজ একই পথে চলাচল করে। আমাদের দেশে রেলগাড়ি চলাচলের সময় যেভাবে লাইনম্যান গাড়ি চলাচল বন্ধ করে দেয় ঠিক সেভাবে উড়োজাহাজ অবতরণ করার সময় গাড়ি চলাচল ক্ষণিকের জন্য বন্ধ থাকে। ইউরোপের প্রথম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে চিহ্নিত জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি কিছু উড়োজাহাজ এ বিমানবন্দরে অবতরণ করে।
০৪ জুন ২০১২ দৈনিক বাংলাদেশ প্রতিদিন রকমারি পাতায় প্রকাশিত
কাই তাক বিমানবন্দর-হংকং
কাই তাক হংকংয়ের একটি অতি পরিচিত বিমানবন্দর। এ বিমানবন্দরটি নির্মাণ করার আগে এখানে উড়োজাহাজ অবতরণ অনেকে নাটকীয় বলে মনে করেছিলেন। নাটকীয় মনে করলেও অবশেষে এখানে বিমান অবতরণ করা সম্ভব হয়। কাই তাক নামটা চীনের একটি প্রাচীন নাম। এ বিমানবন্দরটি মূলত হংকংয়ের একটি দ্বীপে। ১৯২২ সালে দুজন ব্যবসায়ী কাই তাক বিমানবন্দর নির্মাণ করার চিন্তা করেন। পরবর্তীতে কিছু বিনিয়োগ প্রতিষ্ঠান ও সরকারি উদ্যোগে জায়গা বরাদ্দ করা হয়। ১৯২৪ সালে প্রথমে সেখানে একটি বিমান প্রশিক্ষণ স্কুল চালু করা হয়। ১৯৩৬ সালে প্রথম এখানে যাত্রীবাহী বিমান অবতরণ করে।
প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর- নেদারল্যান্ডস
সন্ত মার্টিন নামক দ্বীপে প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। ১৯৪২ সালে সামরিক বিমানবন্দর হিসেবে প্রথম যাত্রা শুরু হয়। ১৯৪৩ সালে বেসামরিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৪ সালে একটি নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়। ১৯৮৫ এবং তারপর ২০০১ সালে পুনরায় সংস্কার করা হয়।
মাদেইরা বিমানবন্দর- সান্তা ক্যাটেরিনা, পর্তুগাল
মাদেইরা সান্তাক্রুজে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। পর্তুগালের বিশপের অধীন গির্জার পূর্ব-উত্তর-পূর্ব দিকে দ্বীপের পাশে এ বিমানবন্দরটি। উচ্চ পর্বত এবং মহাসাগরের মধ্যে বিমানবন্দরের পরিবেষ্টন নির্মাণ করা হয়। বিমান চালকের এমনকি সর্বাপেক্ষা অভিজ্ঞদের জন্য এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে মাদেইরা বিমানবন্দর বিশ্বের নবম সর্বাপেক্ষা বিপজ্জনক বিমানবন্দর হিসেবে চিহ্নিত। জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরের পর ইউরোপে দ্বিতীয় সর্বাপেক্ষা বিপজ্জনক বিমানবন্দর। মাদেইরা বিমানবন্দর ১৮ জুলাই ১৯৬৪ সালে সরকারিভাবে চালু করা হয়েছিল। সর্বপ্রথম ৮০ জন যাত্রী নিয়ে এ বিমানবন্দরে একটি বিমান সফলভাবে অবতরণ করে। বিমানবন্দর চালু হওয়ার পর থেকে সেখানে পর্যটক আসতে শুরু করে। ২০০০ সালের প্রথম দিকে বিমানবন্দরটির পুনরায় সংস্কার কাজ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর সবার জন্য উন্মুক্ত করা হয়। ততদিন বিমান চলাচল বন্ধ ছিল।
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর
জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে গাড়ি এবং উড়োজাহাজ একই পথে চলাচল করে। আমাদের দেশে রেলগাড়ি চলাচলের সময় যেভাবে লাইনম্যান গাড়ি চলাচল বন্ধ করে দেয় ঠিক সেভাবে উড়োজাহাজ অবতরণ করার সময় গাড়ি চলাচল ক্ষণিকের জন্য বন্ধ থাকে। ইউরোপের প্রথম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে চিহ্নিত জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি কিছু উড়োজাহাজ এ বিমানবন্দরে অবতরণ করে।
০৪ জুন ২০১২ দৈনিক বাংলাদেশ প্রতিদিন রকমারি পাতায় প্রকাশিত

No comments:
Post a Comment