Tuesday, April 28, 2015

বাংলা সিনেমায় নির্বাচনীয় ডায়লগ

রফিকুল ইসলাম সাগর 

নায়ক : চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু আমার ভোটটা দামী। আপনি যদি আপনার মেয়ে ছখিনাকে আমার হাতে তুলে না দেন তাহলে এই নির্বাচনে আমি আপনাকে ভোট দিবনা।
নায়িকা : শুনে নাও বাবা তুমি কুদ্দুসের সাথে আমার ভোটটাও হারাবে যদি ওর সাথে আমার বিয়ে না দাও! এখন তুমি বল তুমি ভোট চাও নাকি কুদ্দুসের সাথে আমার বিয়ের বাধা দিতে চাও?
বাবা : ঠিক আছে! ঠিক আছে! আমি আর কি বলব, তোরা যা চাস তাই হবে। নির্বাচনের পরেই আমি তোদের দুজনের বিয়ে দিব।

একটুপর নায়িকার বাবা ভাড়াটে গুন্ডা বুলেটকে ফোন করল,
বাবা : শোন বুলেট, নির্বাচনের দিন তোর সাঙ্গু-পাঙ্গুদের নিয়ে ভোট কেন্দ্রের সামনে থাকবি। কুদ্দুস ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরুলেই ওকে শেষ করে দিবি। এই কাজের জন্য তুই যা চাইবি তোকে দিব।
গুন্ডা : চৌধুরী সাহেব, কুদ্দুসরে শেষ কইরা দিমু তার বিনিময়ে আপনার মাইয়্যার লগে আমার বিয়া দিতে হইব।
বাবা : তুই কুদ্দুসকে খতম কর ছখিনার বিয়ে তোর সাথেই হবে।
গুন্ডা : আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান, কুদ্দুস নির্বাচনের দিন ভোট দিতে কেন্দ্রে যাবে ঠিকই কিন্তু আর বাড়ী ফিরে যাবেনা। ওর লাশ আমি কেটে টুকরো টুকরো করে মাটিতে পুতে ঢালাই করে দিব! হা হা হা....


No comments:

Post a Comment