- রফিকুল ইসলাম সাগর
প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে আমরা প্রধান যান বাহন হিসেবে বেছে নেই বাসকে। ক্ষনিকের এই চলতি পথে আমাদের দেখা হয় নানান কিসিমের মানুষের সাথে। আসুন জানা যাক বাসে উঠলে যাদের সাথে দেখা হবেই।
ডিজিটাল ভিক্ষুক
আমাদের ডিজিটাল দেশে বর্তমানে ডিজিটাল ফকিরের আমদানি হয়েছে। প্যান্ট শার্ট পড়া এই সব ডিজিটাল ফকিররা চলতি পথে সামনে এসে বলে আমি বিপদে পড়েছি বাড়ি ফিরে যাওয়ার ভাড়া নাই,সামনে পরীক্ষা পরীক্ষার ফিস দেয়ার সামর্থ্য নাই সাহায্য করেন। আবার মানুষের বিশ্বাস যোগ্যতা পাওয়ার জন্য সাথেদু'একটা ইংলিশ মাইরা দেয়।
স্টাফ-স্টুডেন্ট
বিনা ভাড়ায় যাওয়ার জন্য কেউ কেউ বলে বসে আমি অমুক বাসের স্টাফ। কেউ কেউ স্কুল-কলেজে না গিয়েই হাফ ভাড়া দেয়ার জন্য নিজেকে স্টুডেন্ট দাবী করে। এই সব স্টুডেন্টদের চেহারার দিকে তাকালে স্টুডেন্ট এর কোনো ছাপ পাওয়া যায় না।
মলম পার্টি
মলম পার্টি যারা তাদের চেনা যায় শুধূ যারা তাদের খপ্পরে পড়লেই। ভদ্র পোশাকে কৌশলে বসে থেকে আপনারসাথে কুশল বিনিময় করবে। সুযোগ বুঝে আপনাকে পছন্দ করে ধর্মের ভাই বানিয়ে তার বউয়ের হাতের রান্না করা হালুয়া আপনাকে খেতে দেবে। ব্যস তারপর আপনি অজ্ঞান।
পকেট মার
সুযোগ বুঝে আপনার পকেটে হাত ঢুকিয়ে দিবে। ধরা পড়লেই বলবে... ও ভাই এইটা আপনার পকেট? আমি তো নিজের পকেট মনে করে হাত দিয়েছিলাম sorry মাইন্ড কইরেন না।
এনালগ ভিক্ষুক
হটাত করে একজন এনালগ ভিক্ষুক এসে আপনার হাতে কাগজ ধরিয়ে দিবে। কাগজে লেখা থাকবে আমরা পাচ ভাই বোন আমার বাপ নাই,আমি পরিবারের সবার বড়। যে যা পারেন সাহায্য করেন।
বউয়ের সাথে ঝগড়ায় পরাজিত জামাই
বাসে উঠেই ঝগড়া বাধিয়ে দিবে। ওই মিয়া আমার পায়ে পারা দিলেন ক্যান? ওই মিয়া আমারে ধাক্কা দিলেন ক্যান। বাসা থেকে বেড় হওয়ার সময় বউয়ের সাথে পরাজিত এই সব জামাই মানুষের সাথে ফাও ঝগড়ায় জড়াবে। বেচারা বউয়ের সাথে না পাইরা.......।
হেলপার,কন্ডাক্টর ও ড্রাইভার
এরা হলো বাসের সব চেয়ে জনপ্রিয় পরিচিত। একজনের মুখে শুনা যায় ওস্তাদ বায়ে প্লাস্টিক আরেকজনের মুখে ভাড়া দেন। একজনের কাছে কন্ডাক্টর দুইবার ভাড়া চাইলেই বাংলা সিনেমার নায়করা যেভাবে ঝাপিয়ে পড়ে ভিলেনের উপর ঠিক সেভাবে ঝাপিয়ে পড়তে দেখা যায় যাত্রীদের। তার জামার কলার সরকারী ভাড়া বেশি চাইলেই সেখানে হাত চলে যায় আমাদের সাথে গালি ফ্রি। এছাড়া ড্রাইভার তো জনগনের শালা একজাগায় একটু দেরী করলেই যাত্রীদের যার যত গালি আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ে তার উপর।
৩০ সেপ্টেম্বর ২০১২, দৈনিক ইত্তেফাকের ফান ম্যাগাজিন ঠাট্টায় প্রকাশিত

No comments:
Post a Comment