- রফিকুল ইসলাম সাগর
পাবলিক বাসে মহিলা আসন থাকে মাত্র ৫-৬টি। বড় বাসে ৯টি থাকে। কিন্তু শিশু, পঙ্গু ও মহিলা মিলিয়ে লেখা থাকে। সবসময় পুরুষের সঙ্গে ভিড় ঠেলে বাসে উঠতে গেলে মহিলাদের শুনতে হয় মহিলা সিট খালি নেই। বেশির ভাগ সময় মহিলা সিট খালি না থাকলে তাদের বাসে উঠতে দেয়া হচ্ছে না। তার পরেও সমাজে টিকে থাকার লড়াইয়ে জীবনের প্রয়োজনে মহিলাদের ভিড় ঠেলে বাসে উঠতে হয়। লক্ষ করেছি সেই সুযোগে অনেক অভদ্র তাদের শরীরে হাত দিয়ে বসেন। অসংখ্য পুরুষের মাঝে যখন একজন নারী দাঁডিয়ে থাকেন তখন মানবতার খাতিরে কেউ নিজ আসন ছেড়ে দিয়ে বলেন না, এখানে বসুন। অনেকে আবার বলেন, নারীরা পুরুষের সমান অধিকার চায়, এখন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে যাক। অনেক সময় দেখা যায় মহিলা আসনে পুরুষ বসে আছে, মহিলা দাঁড়িয়ে। সম্মানের ভয়ে অনেক নারী প্রতিবাদ করেন না। এই রকম কা- করার সময় বিবেক কী একবারও বাধা দেয় না? লজ্জা লাগে না? এখনকার সময়ে আমাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই। আমাদের ঘরেও কিন্তু মা বোন আছে। তারাও কিন্তু এরকম ভোগান্তি পোহাচ্ছে। নারীরা সমাজে সব ক্ষেত্রে অবহেলিত। আমরা পুরুষেরা তাদের আমাদের সঙ্গে কাজ করার সুযোগ দিচ্ছি না। প্রতিনিয়ত তাদের কাজে বাধা সৃষ্টি করছি।


No comments:
Post a Comment