Friday, May 29, 2015

পোস্টারের ছড়াছড়ি


  • রফিকুল ইসলাম সাগর

গোটা দেশেই দেয়ালে, গাছে কিংবা বৈদ্যুতিক খুঁটিতে নানা রকমের পোস্টার, ব্যানার ইত্যাদির সমাহার। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রচার, রাজনৈতিক প্রচারণা যেমন- মুক্তি চাই, নির্বাচিত করায় ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া চাই- এরকম নানা ধরনের বক্তব্য ও ভাষায় সাজানো থাকে পোস্টারগুলো। অধিকাংশ পোস্টার, ব্যানার ও বিলবোর্ডের সঙ্গে অমুক ভাই, তমুক ভাই-এর ছবিও সংযুক্ত থাকে। সদ্য কারামুক্ত কোনো দবির ভাই অথবা খবির ভাইয়ের গলায় ফুলের মালা শোভিত ছবিও চোখে পড়ে। দেখে মনে হয়, কে কত বেশি নিজের ঢোল নিজে বাজাতে পারে- দেশে যেন তার একটা প্রতিযোগিতা চলছে। এসব অপ্রয়োজনীয় ও অরুচিকর পোস্টার, ব্যানার ও বিলবোর্ড যত্রতত্র সাঁটানোর ফলে একদিকে প্রতিটি এলাকা ও স্থাপনার সৌন্দর্যহানি যেমন ঘটছে, তেমনি কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। এ টাকা যদি অভাবগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হতো তাহলে তারা উপকৃত হতো। আগে কেবল নির্বাচনের সময় পোস্টার চোখে পড়ত, অথচ এখন কোনো সময় নেই। বারোমাসি ফলের মতো সারা বছরই পোস্টারের ছড়াছড়ি লক্ষ্য করা যায়। আইন করে এ অপকর্ম বন্ধ করা উচিত।

No comments:

Post a Comment