এক পাওনাদার তার দেনাদার বন্ধুকে ফোন করেই যাচ্ছে। তিন দিন হয়ে গেল সে ফোন রিসিভ করে না। তিন দিন পর সেই বন্ধুর সঙ্গে পথে দেখা।
কি রে, তুই আমার ফোন রিসিভ করিস না কেন?
আরে বন্ধু, তুই যখন ফোন করেছিলি তখন আমি বাথরুমে ছিলাম।
তা তিন দিন ধরে কি বাথরুমেই ছিলি? আমি ফোন করেছিলাম, একবারও দেখিসনি?
আরে পেটে যা সমস্যা হইছিল, বদনা হাত থেকে রাখার সুযোগই তো পাইনি।
আমার পাওনা টাকা দিবি কবে?
দিয়ে দিব বন্ধু, পেটের সমস্যা এখনও ভালো হয়নি। ওরস্যালাইন কেনার জন্য আরও কিছু টাকা ধার দে, একসঙ্গে সব টাকা দিয়ে দেব।
কি রে, তুই আমার ফোন রিসিভ করিস না কেন?
আরে বন্ধু, তুই যখন ফোন করেছিলি তখন আমি বাথরুমে ছিলাম।
তা তিন দিন ধরে কি বাথরুমেই ছিলি? আমি ফোন করেছিলাম, একবারও দেখিসনি?
আরে পেটে যা সমস্যা হইছিল, বদনা হাত থেকে রাখার সুযোগই তো পাইনি।
আমার পাওনা টাকা দিবি কবে?
দিয়ে দিব বন্ধু, পেটের সমস্যা এখনও ভালো হয়নি। ওরস্যালাইন কেনার জন্য আরও কিছু টাকা ধার দে, একসঙ্গে সব টাকা দিয়ে দেব।
* বিপদে পড়ে এক বন্ধু আরেক বন্ধুকে ফোন করল। দোস্ত আমার খুব বিপদ, আমাকে দুই হাজার টাকা ধার দিতে হবে। তুই কি দিতে পারবি? আরে বন্ধু মাত্র দুই হাজার টাকা, এইটা কোনো ঘটনা হইলো? তা এখন তো আমি বিজি আছি, সকালে তুই টাকা পেয়ে যাবি।
যাক বন্ধু আমি নিশ্চিত হলাম, তাহলে আমি তোকে সকালে আবার ফোন করব।
সকালে ফোন করার পর বন্ধু ফোন রিসিভ করে না। দিন পার হয়ে রাত হয়ে গেল, বন্ধু ফোন রিসিভ করল।
কিরে দোস্ত তুই ফোন রিসিভ করিস না কেন? আর বলিস না, সকালে তোকে টাকা দেয়ার জন্য আসার পথে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সারাদিন থানায় ছিলাম, যা টাকা ছিল পুলিশ মামাদের দিয়ে বাসায় এলাম।
যাক বন্ধু আমি নিশ্চিত হলাম, তাহলে আমি তোকে সকালে আবার ফোন করব।
সকালে ফোন করার পর বন্ধু ফোন রিসিভ করে না। দিন পার হয়ে রাত হয়ে গেল, বন্ধু ফোন রিসিভ করল।
কিরে দোস্ত তুই ফোন রিসিভ করিস না কেন? আর বলিস না, সকালে তোকে টাকা দেয়ার জন্য আসার পথে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সারাদিন থানায় ছিলাম, যা টাকা ছিল পুলিশ মামাদের দিয়ে বাসায় এলাম।
* এক পাওনাদার দেনাদারকে ফোন করল। রিং হওয়ার সঙ্গে সঙ্গে লাইন কেটে গেল। আবার ফোন দেয়ার পর মোবাইল বন্ধ। তিন দিন পর দু’জনের পথে দেখা হলো।
ক’দিন আগে তোমারে ফোন করলাম, লাইন কাইটা দিয়া ফোন বন্ধ করে রাখলা, কাহিনী কী?
আর বইলেন না ভাই, খালার বাসায় বেড়াইতে গেছিলাম। আপনি যখন ফোন করলেন তখন মোবাইল বন্ধ হয়ে গেছিল চার্জ না থাকার কারণে। খালার বাসায় কারেন্ট থাকে না, তাই চার্জও দিতে পারি নাই। এখনি আপনারে ফোন দিতাম, কিন্তু দেখি মোবাইলে টাকা নাই। পকেটে হাত দিয়া দেখি পকেটেও টাকা নাই। তাই আপনার বাসায় যাইতাছিলাম আরও কিছু টাকা ধার নেয়ার জন্য। এখনি যদি মোবাইলে টাকা লোড কইরা আমার জান কৈতুরীরে ফোন না করি আমার প্রেম শেষ, আমি মইরা যামু ভাই। আমারে আরও কিছু টাকা ধার দিয়া বাঁচান। আমি মইরা গেলে আপনারও ক্ষতি, আপনার পাওনা টাকা দিতে পারমু না।
৮ মার্চ ২০১২, দৈনিক আমারদেশ পত্রিকার ফান ম্যাগাজিন ভিমরুলে প্রকাশিত
No comments:
Post a Comment