Monday, May 4, 2015

সময় খারাপ ভাই...

জাস্ট ফর ফান

সময় খারাপ ভাই 
আপনি মাইনকা চিপায় তাই


রফিকুল ইসলাম সাগর 
রাজপথে চরম গ্যাঞ্জাম, হটাত বোমা ফুটল। নিজের জীবন বাঁচাতে আপনি দৌড় দিতেই পিছন থেকে 'ঐযে জামাত শিবিরের লোক, অয় বোম ফাটাইয়্যা দৌড় মারছে' বলে ক'জন আপনার পিছনে চাপাতি-রড নিয়ে দৌড় শুরু করল। বুঝতে হবে আপনার সময় খারাপ, আপনি মাইনকা চিপায় পড়েছেন।
আপনার জানের জান কৈতরীর সাথে রাতের আধারে দেখা করতে গিয়েছেন তার বেডরুমে। সাক্ষাত শেষে ফিরে আসতে চাইলে দেখলেন প্রিয়ার বেডরুমের দরজা বাইরে থেকে আটকানো। বুঝতে হবে আপনার সময় খারাপ, আপনি পড়েছেন মাইনকা চিপায়।
ঘুম থেকে দেরিতে উঠার কারণে প্রতিদিন দেরিতে অফিসে পৌছেন, কারণ হিসেবে বসকে প্রতিদিন একই কথা বলেন। তা হলো- যানজট। এবার বস সাবধান করলেন, এটাই শেষ সুযোগ- আর লেট হলে চাকরি থাকবে না। ঠিক তার পরদিনই সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের উদ্দশ্যে বের হয়ে দেখলেন পথে মিছিল-সমাবেশকে কেন্দ্র করে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। যা রাতের আগে শেষ হওয়ার নয়। বুঝতে হবে আপনার সময় খারাপ, আপনি পড়েছেন মাইনকা চিপায়।
সকালে ঘুম থেকে উঠে পত্রিকা খোঁজাখুজি করছেন। বাবা-মায়ের ঘরে খুঁজে পেলেন পত্রিকা। মা-ছিল রান্না ঘরে, বাবা ছিল বাথরুমে। ঘন্টাখানেক পরে বাবা বলল, তার মানিব্যাগ থেকে ৫০০শ টাকা গায়েব। ছোট ভাই টাকা গায়েব করে ফাসিয়ে দিল আপনাকে বলল, মনে হয় বড় ভাই নিয়েছে। পাশ থেকে বড় বোন বলল, হ্যা আমি ওরে দেখেছি বাবার ঘরে কী খোঁজাখুজি করছে। অতএব বুঝতে হবে আপনার সময় খারাপ ভাই, আপনি মাইনকা চিপায় আটকা পড়েছেন তাই।..

লেখাটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল কি হয়নি! ঠিক মনে করতে পারছিনা।

No comments:

Post a Comment