রফিকুল ইসলাম সাগর
আমাদের বাজারে-মার্কেটে বিদেশি অনেক পণ্য পাওয়া যায়। এসব বিদেশি পণ্যের প্রতিই আমাদের বেশি আকর্ষণ। দেশীয় পণ্যের প্রতি আমাদের আস্থার অভাব রয়েছে। যারা স্বল্প আয়ের মানুষ শুধু তাদেরই দেশি পণ্যের প্রতি আস্থা। তবে আস্থা বললে ভুল হবে, তারা এক ধরনের বাধ্য হয়ে দেশি পণ্য কেনে বলা যায়। তারাও চায় বিদেশি পণ্য ব্যবহার করতে। সাধ আছে, সাধ্য নেই আর কী। আমাদের দেশীয় পণ্যের মান ভালো হলেও মন দুর্বল। আমাদের মধ্যে নেই দেশপ্রেম। বিদেশি পণ্যের ব্যবহার অনেক বড় ক্রেডিট মনে করি আমরা।
বিদেশি পণ্য আমাদের বেশি দামে কিনতে আপত্তি নেই; কিন্তু দেশি পণ্য কিনতে আপত্তি। অনেকের মন এমন যে, দেশি পণ্যকেও বিদেশি বলে অন্যের কাছে জাহির করে।
বিদেশে অনেক বাংলাদেশীর বসবাস। প্রতিদিন অসংখ্য প্রবাসী দেশে যাওয়া-আসা করে। একজন প্রবাসী যখন দেশে ফেরে তখন তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তার কাছ থেকে বিদেশি গিফট পাওয়ার আশায় থাকে। কেউ কেউ আগেই জানিয়ে দেয় বিদেশ থেকে কী কী আনতে হবে। যদি সেই প্রবাসী বলে যে, বিদেশ থেকে কিনতে বেশি টাকা লাগে, দেশ থেকে কিনে দেব, তাহলে দেখা যাবে স্বজনদের দেশ থেকে সেই পণ্যগুলো কিনে দেয়া হলেও মুখ গোমরা থাকবে। কারণ পণ্যগুলো বিদেশ থেকে কিনে আনা হয়নি। আর যদি বিদেশ থেকে বাজে এবং তার চেয়েও সস্তা পণ্য কিনে এনে দেয়া হয়, তাহলে স্বজনকে খুশিতে লাফালাফি করতে দেখা যাবে। আমাদের মানসিক অবস্থার এই হলো বাস্তবতা।
একটি বাস্তব ঘটনা। এক বন্ধু তার প্রবাসী বন্ধুকে ফোন করে অনুরোধ করল দেশে আসার সময় তার জন্য একটা বিদেশি জিন্সের প্যান্ট কিনে আনতে। প্রবাসী বন্ধু বলল_ দোস্ত, এখানে জিন্স প্যান্টের অনেক দাম তোকে আমি দেশ থেকে দামি ভালো প্যান্ট কিনে দেব। বন্ধু উত্তর দিল_ দেশ থেকে কিনলে তো আমিই কিনতে পারি। আর দোস্ত, বাংলাদেশে এরকম জিন্সের প্যান্ট পাওয়া যায় না। কী আর করা, প্রবাসী বন্ধু তার বন্ধুর জন্য বিদেশ থেকে কিনে আনল 'দেশি বিদেশি প্যান্ট'। দেশি বিদেশি প্যান্ট বললাম এ কারণে যে, প্যান্টটি 'মেড ইন বাংলাদেশ'। বাংলাদেশ থেকে প্যান্টটি বিদেশি বায়ার কিনে নিয়ে মার্কেটে বিক্রি করেছে। সে প্যান্ট আবার একজন বাংলাদেশি কিনে দেশে এনে যখন তার বন্ধুকে দিল বন্ধু তো মহাখুশি। প্যান্টটা পরে পরিচিত সবাইকে বলে বেড়াতে শুরু করল তার বন্ধুর দেয়া বিদেশি প্যান্ট বলে। তার এই কথা যারা শুনেছে তারাও না বুঝেই হিংসায় মনের ভেতরে জ্বলেপুড়ে একাকার হয়েছে।
ঢাকা।

No comments:
Post a Comment