- রফিকুল ইসলাম সাগর
আমাদের দেশ নাকি এখন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের আর কিছু হোক আর না হোক, সবার হাতে হাতে মোবাইল পৌছে গেছে। রিক্সা চালক রিক্সা চালাতে চালাতে মোবাইলে কথা বলছে এমন ঘটনা প্রতিদিনই চোখে পড়ে। শুধু তাই নয়, মাঝে মাঝে দেখি ফকিরও তার নিজের মোবাইল দিয়ে কথা বলছে-'হ্যালো তর উনে কুনু সমস্যা হইতাছে নাতো? কয় ট্যাকা ভিক্ষা করলি? এরকম টাইপের কথাবার্তা। মোবাইল ব্যবহার করে মানুষের সবকিছু অনেক সহজ হয়ে গেছে।
কিন্তু বেড়ে গেছে মিথ্যা কথা বলা। আমাদের মহল্লার বাবু ভাই আমাদের খুব প্রিয় এবং তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। বন্ধুর মতোই। পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় জিনিসের নাম হচ্ছে মোবাইল। তার একটা গুন আছে, তিনি সারাদিন মোবাইলে কথা বলেন আর প্রচুর চাপাবাজি ও মিথ্যা বলেন। তার মোবাইল বিজি থাকে। তার অনেক মোবাইল বান্ধবী আছে, যাদের সঙ্গে সারাদিন কথা বলেন। একদিন বাবু ভাইকে সঙ্গে নিয়ে আমরা ক'জন গিয়েছিলাম গাজীপুর নুহাশ পল্লী। সেখানে হুমায়ূন আহমেদের বাড়ি ঘুরে দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম এখানে রাতে থাকব। পাশেই আমাদের এক বন্ধুর বাড়ি। রাতে বসে টিভি দেখছি, এমন সময় বাবু ভাই তার এক বান্ধবীকে ফোন করল।
বলছে- এই জানো আমি এখন কোথায়? আমি এখন হুমায়ূন আহমেদের বাড়িতে।
তুমি সেখানে কী কর? তার বান্ধবীর প্রশ্ন?
বাবু ভাইয়ের উত্তর- শুটিংয়ে আসছি। এখন শুটিং হচ্ছে।
তো পাঠক বুঝতেই পারছেন বাবু ভাইয়ের চাপাবাজি। মিথ্যা বলা গুলো কি রকম। এটি মাত্র একটি উদাহরণ।
দৈনিক আমারদেশ পত্রিকার ফান ম্যাগাজিন ভিমরুলে প্রকাশিত।

No comments:
Post a Comment