Wednesday, June 10, 2015

কয়েনের নেশায়

  • রফিকুল ইসলাম সাগর 

তার বাড়ি ঢাকার বনানীতে। অদ্ভুত শখ তার। তিনি বিশ্বের নানা দেশের মুদ্রা সংগ্রহ করেন। তার নাম আবুল বাশার বাদশা। সব চেয়ে বড় বিষয় তার সংগ্রহে রাখা দেশী-বিদেশী কয়েনের বেশির ভাগই আদিকালের। যেগুলোর হয়তো সাধারণ কোনও মুল্য নেই, কিন্তূ প্রত্নতাত্ত্বিক দিক থেকে সবই অমুল্য। এমন কিছু কয়েনও রয়েছে যেগুলো এত পুরনো যে, এর ভিতরকার ছাপ ও লেখা মুছে গেছে। দেখে বুঝার উপায় নেই এগুলো কোন আমলে প্রচলিত ছিল। দেশী-বিদেশী কাগজি মুদ্রাও সংগ্রহ করেন তিনি। পাকিস্তানি আমলের কিছু টাকার সংগ্রহ আছে তার কাছে। ২০০২ সাল থেকে বাদশা কয়েন ও টাকা সংগ্রহ শুরু করেন। কয়েন ও টাকা সংগ্রহ তার নেশা। বন্ধু-বান্ধব ও নিজে দেশ-বিদেশ ঘুরে তিনি এই মুদ্রা সংগ্রহ করেছেন। ওমানের বাইসা,সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া ও আমেরিকান ডলার,সৌদি আরবের রিয়েল,তুর্কির ব্রলীয়ন,মিশরের পাউন্ড,মায়ানমারের কায়াস,ব্রাজিলের ব্রুজীয়র্স,মালয়েশিয়ান রিঙ্গিত,ইন্ডিয়া ও পাকিস্তানের রুপি এবং মুক্তিযুদ্ধের আগে প্রচলিত কিছু পাকিস্তানি টাকা তার সংগ্রহে আছে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের ৯৩টি দেশের ১ হাজার ৫২৩টি কয়েন আছে তার সংগ্রহে। মূলত বিদেশী টাকা ও কয়েন সংগ্রহ করতে তিনি বিদেশ ভ্রমন করেন। কারও কাছে আদিকালের কয়েন থাকার খবর পেলে ছুটে যান তার কাছে। অনুরোধ বা অর্থের বিনিময়ে তিনি তা সংগ্রহ করে ছাড়েন। তার বাড়িতে একটি মুদ্রার সংগ্রহশালা আছে।

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 

No comments:

Post a Comment